দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যব সমভাবে ,সর্বশ্রেষ্ঠ সে বিচারঃ দরিদ্র বিধায় টিয়া পাখি বিক্রেতাকে মাফ করে দিয়ে খাবার জন্য ১ হাজার টাকা দিলেন পাবনার জেলা প্রশাসক

সেপ্টেম্বর ১৩ ২০১৯, ১৫:২৭

Spread the love
শহরের সোনাপট্টি এলাকায় মল্লিক বেদে নামে এক আদিবাসী ব্যক্তিকে বিক্রয় নিষিদ্ধ টিয়াপাখি বিক্রি করতে দেখে আটক করে বন্য প্রাণী সংরক্ষণভিত্তিক সংগঠন ন্যাচার এন্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির (NWCC)  সদস্যরা।তাদের কাছ থেকে খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদলত পাখিগুলো নিজ হেফাজতে নিয়ে বিক্রেতা আশি মল্লিককে আটক করে।এসময় আশি মল্লিক নিজের দরিদ্রতার বিষয়টি তুলে ধরে ভবিষ্যতে আর কখনোই দেশীয় বিক্রয় নিষিদ্ধ পাখি বিক্রি করবে না শপথ করে জেলা প্রশাসক কবীর মাহমুদের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত হয়ে নগদ এক হাজার টাকা দিয়ে পাখি গুলো ক্রয় করে মুক্ত বাতাসে অবমুক্ত করে দেন ।

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ন্যাচার এন্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির (NWCC) সদস্যরা প্রশাসনের সাহায্য চাইলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পাখিগুলো অবমুক্ত করেছি। এভাবে সবাই সচেতন হলে বন্যপ্রাণী ও দেশীয় প্রজাতির পাখিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও