রূপগঞ্জে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, অপহৃত কিশোরী উদ্ধার

ফেব্রুয়ারি ০৩ ২০২৩, ১৮:৩৮

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে এক অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। এসময় অপহরণ হওয়া এক কিশোরীকেও (১৩) উদ্ধার করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামীর নাম শ্রী সুনিল চন্দ্র রায় (৪০)।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার সুনিলের নামে নীলফামারীর জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। তিনি মামলার প্রধান আসামি।

মামলার পর থেকে সুনিল দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও