রূপগঞ্জে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, অপহৃত কিশোরী উদ্ধার
রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে এক অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। এসময় অপহরণ হওয়া এক কিশোরীকেও (১৩) উদ্ধার করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামীর নাম শ্রী সুনিল চন্দ্র রায় (৪০)।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার সুনিলের নামে নীলফামারীর জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। তিনি মামলার প্রধান আসামি।
মামলার পর থেকে সুনিল দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই কর্মকর্তা।