রূপগঞ্জে এএসবি ইটভাটার দুই সর্দার গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-২৫

জানুয়ারি ১৭ ২০২১, ১৬:২৫

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ এএসবি ইটভাটায় ইট ভাঙ্গাকে কেন্দ্র করে দুই সর্দারের লোকজনের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন শ্রমিক আহত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, এএসবি ইটভাটায় মোখলেছুর রহমান ও ফজলু মিয়া সর্দার হিসাবে নিয়োজিত রয়েছেন। রবিবার বেলা ১১ টার দিকে ইট ভেঙ্গে ফেলাকে কেন্দ্র করে দুই সর্দারের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সর্দারসহ উভয়পক্ষের ২৫ শ্রমিক আহত হয়। গুরুতর আহত সর্দার মোখলেছুর রহমান, সর্দার ফজলু মিয়া, রেজা, সাগর, নরুল হক, মোহাম্মদ, হেলাল খান, পথচারী মঞ্জুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে সেলফোনে কথা হয় এএসবি ইটভাটার ম্যানেজার আলম হোসেনের সঙ্গে। তিনি বলেন, শ্রমিকদের মধ্যে হালকা মারামারির ঘটনা ঘটেছে। এর বেশি কিছু হয়নি। মীমাংসা করে দেওয়া হয়েছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। যারা কিলোফাইভ ডিউটিতে আছে তাদেরও জানা নেই। এখন জানলাম। পুলিশ পাঠাচ্ছি।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও