চিরিরবন্দর খানসামায় গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা বিষয়ে মায়েদের সচেতনতা বৃদ্ধি প্রশিক্ষণ।

জানুয়ারি ২০ ২০২১, ১৪:৫৭

Spread the love

এনামুল মবিন (সবুজ) দিনাজপুরঃ দিনাজপুরে খানসামা উপজেলার হল রুমে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা বিষয়ে মায়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হয়।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন প্রসব পূর্ববর্তী ও পরবর্তী মায়েদের এ প্রশিক্ষণ দেয়া হয়। গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে মায়েদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শামসুদ্দোহা মুকুল ও মেডিকেল অফিসার ডা. নারায়ণ চন্দ্র রায় জয়।
প্রশিক্ষণ শেষে তারা বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে গর্ভবতী মায়েদের প্রসবকালিন সেবা ওষুধ পূর্ববর্তী ও পরবর্তী কালীন সেবার প্রশিক্ষণ দেয়া হয়। আর এই প্রশিক্ষণের মাধ্যমে মায়েদের ভুল ধারণা গুলো কে ভেঙে সঠিক ধারণা গুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে। এতে করে মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের উন্নতিসহ শিশু মৃত্যুর হার ও মাতৃমৃত্যুর হার অনেকটাই কমে যাবে বলে আশা করেন তারা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও