রাণীশংকৈলে “গমের নতুন জাত সম্প্রসারণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

এপ্রিল ০১ ২০২১, ১০:১১

Spread the love

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছয় ভাগিয়া ব্লকে বাংলাদেশ গম ও ভূট্টা ইনস্টিটিউট বারি গম ৩৩ এর মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে কৃষি অধিদপ্তর ।

আজ বুধবার ৩১ মার্চ সকালে বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ সিদ্দিকুন নবী মন্ডলের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ রেজাউল কবির , ও আশরাফুল আনাম। এ ছাড়াও সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সজল, ঐ ব্লকের ৭০ জন কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ঐ ব্লকের ভূপেন, ধনেশ্বর, ও চিত্রমহন নামে ৩ জন কৃষককে ১০ বিঘা জমিতে এ গম চাষের জন্য কৃষি অফিস থেকে সার, বীজ ও কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। বারি ৩৩ জাতের গম আবাদে কৃষকেরা প্রতি বিঘায় ১৫ মন করে গম উৎপাদন করেছে বলে জানান তারা। মাঠ দিবসে বক্তারা বলেন বারি ৩৩ একটি উন্নত জিন্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল জাতের গম। যা খেলে গর্ভবতী মা শিশুর শারীরিক গঠন ও মেধাশক্তি বৃদ্ধি পায়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও