স্পীড বোট সংঘর্ষে বেঁচে যাওয়া শিশু মীমের দায়িত্ব নিলেন সাংবাদিক এনায়েত

মে ০৫ ২০২১, ১৩:২৫

Spread the love

সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা : গত ৩ রা মে সোমবার অলৌকিক ভাবে বেঁচে যাওয়া অসহায় মীমের সমস্ত দায়িত্ব ভার নিলেন বিশিষ্ট সাংবাদিক নেতা এনায়েত ফেরদৌস ।
জানা যায়, মাদারীপুর জেলার শিবচরে বালু বাহী বাল্কহেডের সঙ্গে স্পীড বোটের সংঘর্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার পারখালী গ্রামের একই পরিবারের চারজন নিহত হলেও অলৌকিক ভাবে বেঁচে যায় পরিবারের একমাত্র সদস্য ৯ বছর বয়সের শিশু মীমে ।
দুর্ঘটনায় পিতা মনির হোসেন , মাতা হেনা বেগম ও মীমের ছোট দুটি বোন সুমি ও রুমি মারা যায় ।অলৌকিক ভাবে বেঁচে যাওয়া মীম পদ্মা নদীর তীরে এসে ওঠে ।
মীম অসহায় অবস্থায় বাকরুদ্ধ হলেও পরে কাঁন্নায় ভেঙ্গে পড়ে ।
স্বজন হারা বাকরুদ্ধ অসহায় মীমের অসহায়ত্বর সংবাদ শুনে খুলনা জেলার তেরখাদা উপজেলার বিশিষ্ট সাংবাদিক নেতা মানবতার ফেরিওয়ালা এনায়েত ফেরদৌস মীমের পাশে গিয়ে মীমের অভিভাবক হয়ে ( মীমের ) লালন পালন , খাদ্য , বস্ত্র ,চিকিৎসা , লেখা পড়ার ব্যয় ভার ,উপযুক্ত বয়সে বিবাহের খরচ সহ দৈনন্দিন জীবনের যাবতীয় খরচের গুরু দায়িত্ব নেন ।
তেরখাদা উপজেলার বিভিন্ন স্কুল , কলেজ , মসজিদ , মাদ্রাসা , এতিমখানা , ক্লাব , খেলাধুলার মাঠ সংস্কার , গরীব দু:খী মেহনতি মানুষের আশ্রয় স্হল নির্মাণ, ইভান স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান , বিশিষ্ট সমাজ সেবক , মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট সাংবাদিক এনায়েত ফেরদৌস ।
দীর্ঘ দিন ধরে সাংবাদিক এনায়েত ফেরদৌস তেরখাদা উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন সূচক কর্মকান্ড পরিচালনা করে আসছে নিজস্ব অর্থায়ন থেকে ।
আরো জানা যায়, খুলনা জেলার অন্তর্গত দৌলতপুর থানার প্রথম শ্রেণীর ঠিকাদার ও দৌলতপুর থানা যুবলীগের নেতা মোঃ ইবাদ মোড়ল ও অসহায় মীমের সমস্ত দায়িত্ব ভার গ্রহণ করারও আগ্রহ প্রকাশ করেন।
স্বজন হারা মীমের সমস্ত দায়িত্ব ভার গ্রহণ করায় তেরখাদা উপজেলার সাধারণ মানুষ সাংবাদিক এনায়েত ফেরদৌস কে অভিনন্দন জানিয়েছেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও