দেওয়ানগঞ্জে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার 

সেপ্টেম্বর ০৪ ২০২১, ১১:০১

Spread the love

রিয়াদ হাসান হৃদয়,জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের বন্যায় ভেঙ্গে যাওয়া মন্ডল বাজার রাস্তা এবং মুজিবর্ষের ঘর পরিদর্শন করলেন এস. এ. এম. রফিকুন্নবী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক এবং রাজস্ব)।

শুক্রবার (৩ সেপ্টেমবার)  ১ টায় তিনি দেওয়ানগঞ্জ এর মন্ডল বাজার রাস্তাটি পরিদর্শন করেন এ সময় তিনি বন্যার সামগ্রিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। মন্ডল বাজার রাস্তা যেন দ্রুত হয় সে ব্যাপারে দ্রুত উদ্যোগ নেয়ার বিষয়ে স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন।
সে সময় উনার সাথে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মো মোহাব্বত কবির,
সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ দেওয়ানগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে উনার সাথে আলাপ করেন।

যানা যায় বন্যার পানি বাড়ার সাথে সাথে মন্ডল বাজারের রাস্তাটি ভাঙতে শুরু করে।পরে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এলাকাবাসীর দাবী যেন দ্রত এই রাস্তার কাজ শুরু করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও