ডেঙ্গু জ্বর কেড়ে নিল তিতুমীর কলেজের মাস্টার্সের ছাত্র রাকিবের প্রাণ

সেপ্টেম্বর ০৮ ২০২১, ১১:০২

Spread the love

নাজমুল হোসাইন,তিতুমীর প্রতিনিধিঃ দিন কয়েক আগেও পরীক্ষার প্রস্তুুতিতে বিভোর ছিলো রাকিব।কাল বাদে ফাইনাল পরীক্ষা ছিল রাকিবের।কিন্তু কি নির্মম পরিহাস….ডেঙ্গু কেড়ে নিল তার প্রাণ। সরকারি তিতুমীর কলেজের মাস্টার্স (২০১৭-১৮) সেশনের ব‍্যবস্হাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী রাকিব।

গ্রামের বাড়ি ময়মনসিংহে,তবে ঢাকার খিলগাঁওয়ে থাকতো তার পরিবার। রিপোর্টে ডেঙ্গু শনাক্তের পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই শেষ নিঃশেষ ত্যাগ করেন রাকিব।

রাকিবের ঘনিষ্ঠ বন্ধু মো. নিশাদ জানান, গতকাল রাকিবের সঙ্গে কথা হয়। সে জানায় ডেঙ্গু হয়েছে তার। তবে স্বাভাবিকই ছিল। ওইদিন মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র নিয়েও কথা হয় তার সঙ্গে।

২৫ বছরের একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে নেমেছে শোকের ছায়া।তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগ গভীরভাবে শোকাহত। সহপাঠীদের সামাজিক মাধ্যমে রাকিবের সাদা কালো ছবি ভেসে যাচ্ছে। গ্রামের বাড়িতেই রাকিবের মৃহদেহ দাফন হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও