গত ২৪ ঘন্টায় দিনাজপুরে করোনা উপসর্গে মৃত্যু ১, নতুন শনাক্ত ১৯ : সুস্থ্য ৮

সেপ্টেম্বর ১৬ ২০২১, ১৯:১৩

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ মহামরী(কোভিড-১৯) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্ত ১৯ : সুস্থ্য ৮ জন।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ।

২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিলেন ২৯৬ জন।

গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় নতুন করে আরও ১৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জনেই সদর উপজেলার বাসিন্দা। এছাড়াও ফুলবাড়ী ৬, কাহারোল ১, বিরল ২, এবং চিরিরবন্দর উপজেলায় ২ জন।

দিনাজপুর জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৪৮০ জন করোনা রোগী শনাক্ত হলো। এছাড়া একই সময়ে এই মহামারীকে জয় করে বাড়ি ফিরেছেন জেলার ৮ জন করোনা রোগী। এ নিয়ে করোনা জয় করলেন দিনাজপুর জেলার ১৪ হাজার ১৩৩ জন করোনা রোগী।

আর বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন জেলার ৬০ জন করোনা রোগী।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও