দিনাজপুরে HTS শক্তিশালীকরণ ও সমন্বিত HIV পরিষেবা একীকরণ কর্মশালা   

সেপ্টেম্বর ১৮ ২০২১, ১৮:১৭

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় দিনাজপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ম তত্ত্বাবধানে শহীদ ডা: আব্দুল জব্বার মিলনায়তনে এইচটিএস শক্তিশালীকরণ এবং সমন্বিত এইচআইভি পরিষেবার একীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা: মোঃ নজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা। ডা: পারভেজ সোহেল রানা, আবাসিক মেডিকেল অফিসারের উপস্থাপনা এ অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মো: আব্দুল কুদ্দুছ,সিভিল সার্জন দিনাজপুর, ডাঃ ওয়ারেস, সভাপতি, বিএম এ ,ডাঃ বি কে বোস, সাধারণ সম্পাদক,বি এম এ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ডাঃ মোঃ শামিউল ইসলাম,পরিচালক, এম বি ডি সি ও লাইন ডিরেক্টর টিবি লেপ্রোসি ও এইচ আই ভি – এস টি ডি কন্ট্রোল, ডাঃ আমিনুল ইসলাম মিয়া,পরিচালক, এইডস/এস টিডি, ডাঃ মো: মোতাহারুল ইসলাম, পরিচালক (স্বাস্থ্য) ,রংপুর, ডাঃ আহাদ আলী,প্রাক্তন পরিচালক(স্বাস্থ্য) রংপুর, ডাঃ সৈয়দ নাদির হোসেন, অধ্যক্ষ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ডাঃ কাজী শামীম হোসেন, পরিচালক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ।

সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল দিনাজপুর ও এন জি ও প্রতিনিধি বর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন। নানা আলোচনা ও প্রশ্নোত্তর এর মাধ্যমে কর্মশালা প্রাণবন্ত হয়ে ওঠে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও