বীরগঞ্জে ৪র্থ আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২১ ‘ পালিত

সেপ্টেম্বর ২০ ২০২১, ১৩:৪৩

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর বীরগঞ্জে “৪র্থ আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস+ ২০২১ ” অনুষ্ঠিত  হয়েছে।এই বছর সর্পদংশন সচেতনতা দিবসের প্রতিপাদ্য ছিল “বাংলাদেশে সাপের কামড় মোকাবেলা”।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে “৪র্থ আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস” উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করেন- ডাঃ সুজয় চক্রবর্তী, মেডিকেল অফিসার-ডিজিজ কন্ট্রোল, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন-সকল চিকিৎসক, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স,নার্সিং সুপারভাইজার, সিনিয়র ষ্টাফ নার্স ও মিডওয়াইফ গন, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স,
প্রধান সহকারী, ক্যাশিয়ার, ষ্টোরকিপার,পরিসংখ্যানবিদ, অফিস সহকারী, সেনিটারী ইন্সপেক্টর, এইচাআই, এএইচআই, এইচএ, এমটিইপিআই এবং অত্র স্বাস্থ্য কমেপ্লেক্সের বিভিন্ন স্থরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও