মেডিক্যালে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস: ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা, ৫ আসামি রিমান্ডে

অক্টোবর ১১ ২০১৮, ১৯:৫৫

Spread the love

 মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা প্রথম মামলার ৫ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
১০ অক্টোবর রাজধানীর পল্টন থানায় এই মামলাটি করা হয়। আসামিরা হলেন,  কাওসার গাজী, সোহেল মিয়া, তরিকুল ইসলাম শোভন, রুবায়েত তানভীর শোভন এবং মাসুদুর রহমান ইমন।
বৃহস্পতিবার মালিবাগে সিআইডির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।
গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল পাস হয়। পরে ৮ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ এই বিলে সই করার পর সেটি আইনে পরিণত হয়।
সিআইডি কর্মকর্তা বলেন, প্রশ্ন ফাঁসকারী প্রতারণা চক্রের প্রধান কাউসার গাজীকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন তারা। তিনি জানিয়েছেন, প্রশ্ন ফাঁস করতে না পারায় নিজেদের মতো করে প্রশ্ন তৈরি করে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তা ছড়িয়েছেন। আর তাদের ফাঁদে পড়ে এই প্রশ্ন কিনেছেন পরীক্ষার্থীরা।
গত ৫ অক্টোবর সারাদেশে একযোগে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও