গাজীপুর-মদনপুর বাইপাস সড়ক বর্ধিতকরণে ক্ষতিগ্রস্তদের মাঝে পূর্নবাসন সহায়তার চেক বিতরণ

রূপগঞ্জ প্রতিনিধিঃ সড়ক ও জনপথ বিভাগের গাজীপুর-ভুলতা গাউসিয়া-মদনপুর বাইপাস সড়ক বর্ধিতকরণে সড়কের দুপাশের স্থাপনার ক্ষতিগ্রস্তদের মাঝে পুর্নবাসন সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮-১০-২৪) উপজেলার কাঞ্চন পৌর কার্যালয়ে এডিবির অর্থায়নে পৌরসভায় ৫৮ জন ক্ষতিগ্রস্তের মাঝে এ চেক বিতরণ করা হয়।এসময় এনআইডি সংক্রান্ত ত্রুটি ও একজন অনুপস্থিত থাকায় ২ টি চেক বিতরন স্থগিত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কাঞ্চন পৌরসভার প্রশাসক মোঃ তারিকুল ইসলাম,সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, সিসিডিবি টিম লিডার লিয়াকত আলী খান, রিসেটেলম্যান্ট স্প্যাশালিস্ট তোফায়েল আহমেদ খান প্রমুখ।
সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, গাজীপুর-মদনপুর বাইপাস সড়কটি প্রশস্ত করে ৮ লেনে উন্নীত হচ্ছে। সড়কের পাশের জমি অধিগ্রহণ ও স্থাপনা উচ্ছেদের বিনিময়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। তাতে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ এই স্থাপনার পরিবর্তে অন্যস্থানে ব্যবসা করতে সহায়ক হবে।
তিনি আরো জানান, এডিবির অর্থায়নে ৬০ জন ক্ষতিগ্রস্থকে সর্বমোট ৮৪ লক্ষ ১৪ হাজার ১৩১ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। যার মধ্যে ৫৮ জনের মাঝে ৮৩ লক্ষ ৭১ হাজার ৬৪৩ টাকার চেক প্রদান করা হয় এবং ৪২ হাজার ৪৮৮ টাকার দুটি চেক তথ্য সংক্রান্ত ত্রুটির কারণে স্থগিত রাখা হয়।