সরকারি টাকা আত্মসাৎ,কক্সবাজারের বাহারছড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সচিব গ্রেপ্তার

নভেম্বর ০১ ২০১৯, ০৯:৫৫

Spread the love
আগমনী ডেস্কঃ১২টি ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারের ৩৫ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের দায়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন ও ইউনিয়নের সাবেক সচিব মো. রিয়াজুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার শহরের কলাতলী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক ( ওসি তদন্ত) মো. খায়েরুজ্জামান প্রথম আলোকে বলেন, দুপুরে চেয়ারম্যানসহ দুজনকে কক্সবাজার আদালতে হাজির করে দুদক। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন-চট্টগ্রামের দুদক সমন্বিত জেলা কার্যালয় (কক্সবাজার) উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

উল্লেখ্য আজিজ উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের একজন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও