সিইসির নেতৃত্বে আ. লীগকে বিজয়ী করতে মাস্টারপ্ল্যান: রিজভী

জানুয়ারি ২৯ ২০২০, ১৩:৪১

Spread the love

আগমনী ডেস্কঃসিইসির নেতৃত্বে কিছু কমিশনার ও ইসির কর্মকর্তারা ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করতে মাস্টারপ্ল্যান তৈরি করে রেখেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । তিনি বলেছেন, সিইসি আওয়ামী লীগ ও আওয়ামী লীগ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেবক। আর সেজন্যই সিটি নির্বাচন নিয়ে কোনো আলোচনা কমিশন সভায় স্থান পায় না।মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নিয়ে যত অভিযোগ কমিশনে করা হয়েছে, সবই অপ্রয়োজনীয় কাগজের ঝুড়িতে নিক্ষেপ করা হয়েছে। কারণ সুতরাং তার কাছ থেকে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় রয়েছে।

তিনি বলেন, সিইসি কে এম নূরুল হুদা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুজন ভিন্ন ব্যক্তি হলেও তাদের কণ্ঠস্বর একটাই। তারা নির্বাচন নিয়ে একই সংগীত গাইছেন। তিনি বলেন, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বরূপ উন্মোচিত হতে শুরু করেছে।

রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে যে অবস্থা বিরাজমান ছিল অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নেতা-কর্মীদের হয়রানি, মিথ্যা ও গায়েবি মামলা দায়ের, নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের ঘুম কেড়ে নেওয়ার নীতি এবারও তারা অব্যাহত রেখেছে। বিএনপির এই নেতা বলেন, ইতিমধ্যে ঢাকা শহরে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। বরাবর নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং বৈধ অস্ত্র জমা নেওয়া হয়। এবার সে উদ্যোগ নেই।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও