করোনাআক্রান্ত ডাঃ বিলাস কুমার সাহার রাষ্ট্রের কাছে একান্ত অনুরোধ…..

মে ০১ ২০২০, ২০:৪৩

Spread the love

আগমনী ডেস্কঃকরোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে করোনায আক্রান্ত  ডাঃ বিলাস কুমার সাহার আবেগঘন লেখাটি ফেচবুকে ভাইরাল হযেছেঃ
“আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত একজন মেডিকেল অফিসার। আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমার পূর্বে জরুরি বিভাগের আরও ২ জন মেডিকেল অফিসার, ১ জন আনসার সদস্য পজিটিভ হয়েছে। বাকি ৭ জন মেডিকেল অফিসারের রিপোর্ট আসবে হয়তো রাতে। এখন পর্যন্ত কোন লক্ষণ নেই। আমি একজন হাঁপানি ও উচ্চ রক্তচাপের রোগী। আমার ২ বছরের সন্তান রয়েছে। রাষ্ট্রের নিকট প্রণোদনা চাই না। বেঁচে থাকলে আবার চিকিৎসা সেবা দিতে যাব কিন্ত খারাপ কিছু হয়ে গেলে রাষ্ট্র যেন আমার সন্তানের দায়িত্ব নেয় আমার সকল সহকর্মীদের নিকট এই আবেদন। কারণ আমি সন্তানের জন্য কিছু করে রাখতে পারিনি। চিকিৎসা সেবা দিতে যেয়ে আজ আমি আক্রান্ত। আমার পরিবার,শিশু সন্তান হয়তো আক্রান্ত হতে পারে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন।”

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও