দক্ষিণাঞ্চল হবে এশিয়ার দ্বিতীয় সিঙ্গাপুর

মার্চ ১৫ ২০১৮, ২২:৩৬

Spread the love

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চল হবে এশিয়া মহাদেশের দ্বিতীয় সিঙ্গাপুর। রেল, চারলেনের মহাসড়ক, সেতু, গ্যাস আর বিদ্যুৎ দিয়ে বরিশালকে ঢেলে সাজানো হবে। আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এর জ্বলন্ত উদাহরণ।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজ তৃণমূলে তুলে ধরে নৌকায় ভোট চাইতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এসব কথা বলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানিয়ে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, জাতির পিতাকে হত্যার পর দীর্ঘ ২১ বছর দক্ষিণাঞ্চল ছিল অবহেলিত-বঞ্চিত। ‘৯৬ সালে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণাঞ্চলে গণমুখী উন্নয়ন কার্যক্রম শুরু হয়। যা এখনও চলমান। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে গত ৮ মার্চ মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। মন্ত্রীর পদমর্যাদা পাওয়ার পর আজই তিনি প্রথম বরিশালে আসেন।

এর আগে দুপুর দেড়টার দিকে আবুল হাসানাত আবদুল্লাহ ঢাকা থেকে আকাশপথে বরিশাল বিমানবন্দরে পৌঁছলে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

এ সময় বিমানবন্দর ফটকে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, তালুকদার মো. ইউনুস এমপি, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, মো. হোসেন চৌধুরী ও গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও