খাগড়াছড়ি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন

ফেব্রুয়ারি ০৭ ২০২১, ১৪:২০

Spread the love

সাইফুল ইসলাম, রামগড় উপজেলা প্রতিনিধিঃসারাদেশের ন্যায় রামগড়ে ও কোভিড ১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রামগড়ে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন বিশ্ব প্রদিপ কুমার কারবারী । এরপর রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্যাহ মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা  প্রতীক সেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহিম পর্যায়ক্রমে ভ্যাকসিন গ্রহণ করেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড১৯ ভ্যাকসিন প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর রেজিস্ট্রেশনকৃত সকলকে ভ্যাকসিন প্রদান করা হয়।প্রথম ধাপে ৩০ জনকে এই টিকা দেয়া শুরু করা হয়েছে।

এসময় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কারবারি বলেন, ‘ভ্যাকসিন গ্রহণে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আতঙ্কিত না হয়ে সকলেরই ভ্যাকসিন গ্রহণ করা প্রয়োজন।
পর্যায়ক্রমে আরও ডোজ আসলে নিয়ম মাফিক এসব টিকা সবাইকে দেয়া হবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।
ইতোমধ্যেই টিকা দেয়ার কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভ্যাকসিন পেতে অনলাইনে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও