আন্দোলনকারীদের সিদ্ধান্ত বৃহস্পতিবার সকালে

এপ্রিল ১২ ২০১৮, ০০:০৬

Spread the love
ঢাকা: কোটা সংস্কার নিয়ে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য রাতে বিচার-বিশ্লেষণ করে বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) বিকেলে সংসদে প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিল করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহ্বায়ক হাসান আল মামুনের পক্ষে নুরুল হক নূর টিএসসি রাজু ভাস্কর্যে সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের প্রতিনিধিত্বকারী ২০ জন বসে রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবেন। সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

একইসঙ্গে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তিনি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও