করোনা আক্রান্ত হয়ে সবাইকে কাদিয়ে চলে গেলেন চট্টগ্রামের ডা: মো মোস্তাফিজুর রহমান

জুলাই ০১ ২০২১, ২২:৫৬

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : গতকাল বুধবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২ টায় নগরের বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যান। মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৮২ সাল থেকে দীর্ঘ ৩৯ বছর সীতাকুন্ড -মিরসরাইয়ের অসহায় মানুষের পাশে ছিলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্টপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বা বিআইটি আইডির সাবেক পরিচালক ডা: মো: আবু তৈয়ব জানান, গত ২৩ জুন সার্জিস্কোপ ভর্তি হন তিনি। তিনি স্ত্রী রাঙ্গামাটির কাউখালী ডিগ্রি কলেজের শিক্ষক। স্বামীর সঙ্গে তিনিও করোনায় আক্রান্ত হন। তাদের বাড়ি নোয়াখালি হাতিয়া হলেও মোস্তাফিজুর রহমান পরিবার নিয়ে চকবাজার কাপাসগোলা এলাকায় থাকতেন।করোনা প্রাদুর্ভাবের পর থেকে চট্টগ্রামে এ নিয়ে ২৪ জন চিকিৎসক কোভিডে মারা গেলেন। মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও