হতাহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন পোর্টসিটি ইউনিভার্সিটি পরিবার

জুন ০৭ ২০২২, ১৫:১১

Spread the love

আনোয়ার হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:সোমবার (৬ জুন) হতাহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ একটি প্রতিনিধি দল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নুরুল আনোয়ারের নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তাদের ওই পরিদর্শকদল আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এসময় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও নিহতের স্বজনদের সান্ত্বনা দেন তারা। এছাড়াও হতাহতদের চিকিৎসায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আনোয়ার বলেন, সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। এটি আমাদের জন্য একটি মানবিক সংকট। এমন সংকটে আমাদের সবার এগিয়ে আসা উচিত৷

জানা যায়, ঘটনার পর থেকে পোর্টসিটি ইউনিভার্সিটি মেডিকেল কেন্দ্রের চিকিৎসকরাও হতাহতের চিকিৎসায় যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী হতাহতের হাসপাতালে নেওয়া থেকে শুরু করে রক্তদানসহ বিভিন্নভাবে স্বেচ্ছাসেবীর কাজ করে

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও