DYDF চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত হল বিশ্ব খাদ্য দিবস

আনোয়ার হোসেন,চট্টগ্রাম বুরোঃ বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মহামারি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী দেখা দেওয়ার প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গম, খাদ্যশস্য, ভোজ্যতেল ও সারের মূল্যের ওপর।
এই প্রেক্ষাপট সামনে রেখে আমরা সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষে লিফলেট বিতরণ করি এবং আলোচনা করি কিভাবে আমরা এই সামনের পরিস্থিতি মোকাবেলা করতে পারি।
এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন ডিওয়াইডিএফ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ সালাউদ্দীন, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি এস. এম আবিদ উর রহমান, চট্টগ্রাম বিভাগের মিডিয়া ও যোগাযোগ মাধ্যমের সম্পাদক মোহাম্মাদ তৌহিদ হোসেন ও পরিবেশ ও এসডিজি বিষয়ক সম্পাদক মোঃ আহসান আলী।