দিনাজপুর ফুলবাড়ীতে ৩ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ডিসেম্বর ২১ ২০২২, ১৪:৫১

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর ফুলবাড়ীতে ৩০১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছেন বিজিবি’র ২৯ ব্যাটালিয়নের সদস্যরা।

গতমঙ্গলবার রাতে কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করেছেন তারা। মূর্তিটির মূল্য ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

স্থানীয়রা জানান, আমঢ়া সীমান্ত ফাঁড়ি এলাকায় মাটি কাটার কাজ করার সময় কষ্টি পাথরের মূর্তিটি দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে সীমান্ত বিজিবি’র ২৯ ব্যাটালিয়নের আমড়া ফাঁড়ির কমান্ডার সুবেদার শুকশাহের অধিনে বিজিবি’র টহল দল কষ্টি পাথরের পূর্ণাঙ্গ মূর্তিটি হেফাজতে নেয়।

কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, আমড়া সীমান্ত এলাকায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ করার সময় মূর্তি দেখতে পান শ্রমিকেরা।

বিজিবি’র ফুলবাড়ীতে ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল আলমগীর কবির জানান, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির ওজন ৩০১ কেজি। আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩ কোটি ১ লাখ টাকা। থানার ইনচার্জ আশ্রাফুল ইসলাম জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও