খুলনার রূপসায় মাদক বিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোশাররফ হোসেন কে হুমকি প্রদান
সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনাঃ খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন এলাকায়_ গত মঙ্গলবার ৬ জুন রাতে সাংবাদিক মোশাররফ হোসেন মাদক বিরোধী সংবাদ প্রকাশ করায় নানা ভাবে হুমকি প্রদান অব্যাহত রয়েছে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের একটি মহল ।
জানা যায় , বেশ কিছু দিন ধরে উক্ত এলাকায় মাদক দ্রব্য বিক্রি সহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে কিছু মাদক ব্যবসায়ী ও মাদক সেবন করির একটি মহল ।
এদের সহযোগী হিসাবে ঐ একই এলাকার আর একটা নেশা যুক্ত বখাটে মাস্তান গ্রুপ রয়েছে।
সাংবাদিক মোশাররফ হোসেন, তিনি রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন সহ ৫ টা পত্রিকার উপজেলা ও জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে ।
এ কারণেই সাংবাদিক মোশাররফ হোসেনের উপর
ক্ষিপ্ত হয়ে হুমকি, ধামকি এমনকি দেখে নেওয়ার পাঁয়তারা চলাচ্ছে মাদক দ্রব্য ব্যবসায়ী ও মদক সেবন কারীর একটি ভকাটের দল ।
রূপসা উপজেলার সাংবাদিক মহলের পক্ষ থেকে সন্ত্রাসী , মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ।
সেই সাথে মাদক কারবারী ও দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে রূপসা উপজেলার সাংবাদিক মহল খুলনা জেলা ও রূপসা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ।