আওয়ালীগ বনাম স্বতন্ত্র আ’লীগ প্রার্থীর লড়াইয়ের সুযোগে তৈমুরের কপাল খুলতে পারে

জানুয়ারি ০৩ ২০২৪, ০০:২৮

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসনে জমে ওঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। যেখানে আওয়ামীলীগের নৌকার প্রার্থীর বিপরীতে রয়েছেন শক্তিশলী স্বতন্ত্র প্রার্থী। আওয়ামীলীগের ভোট নিয়ে যখন ভাগাভাগি চলছে তখন সাধারণ মানুষের মাঝে তৃণমুল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নানা প্রতিশ্রতি দিচ্ছেন। অনেকে মনে করেন বিএনপির যেসব পরিবারগুলো ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন তাদের ভোট তৈমূর আলমকে দিতে পারেন।

জানাগেছে, এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী, তৃণমুল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, জাতীয় পার্টির সাইফুল ইসলাম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের একেএম শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা, হাবিবুর রহমান, জোবায়ের আলম, জয়নাল আবেদীন চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

নির্বাচনে গোলাম দস্তগীর গাজী পাশে রয়েছেন ছেলে গাজী গোলাম মর্তুজাকে ভোটের মাঠে। গাজীর নৌকা প্রতীক বহাল রাখা হলেও তার ছেলে পিতার পক্ষে মাঠে রয়েছেন। তবে গাজী গোলাম মর্তুজা ভোটের মাঠে নিজের জন্য নয় পিতার পক্ষে নির্বাচনী কাজে সময় পার করছেন। এরি মাঝে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুইয়ার মুল টার্গেট গাজীকে পরাজিত করানো। সেই চেষ্টা শাহজাহান ভুঁইয়া করে যাচ্ছেন। স্থানীয়দের অনেকে মনে করছেন- মুল লড়াইটা হতে পারে গাজী, তৈমূর ও শাহজাহান ভুঁইয়ার মাঝে। এ ছাড়া অন্যান্য প্রার্থীদের তেমন একটা লড়াই দেখছেনা স্থানীয়রা। এদিকে আওয়ামীলীগের দুই প্রার্থীর লড়াইয়ে সুযোগ খোঁজছে তৃতীয় পক্ষ।####

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও