চিরিরবন্দরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুদক

জুন ৩০ ২০২৫, ২৩:৫১

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেছে দুদক।

গত ২৫ জুন বুধবার দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ এ মামলাটি দায়ের করেছেন। মামলায় চেয়ারম্যানের বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত ৯ লাখ ৯১ হাজার ১৮৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম (৩৭) উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার গ্রামের আজিজুল হকের ছেলে।

অভিযোগে জানা গেছে, উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থবছরে হোল্ডিং ট্যাক্স অ্যাসেসমেন্ট না করেই ৪৯টি কর ও রেইট আদায়ের বই তৈরি করে চেয়ারম্যান তার নিজস্ব লোক দিয়ে ৯ লাখ ৯১ হাজার ১৮৯ টাকা আদায় করেন। নিয়মানুযায়ী ওই টাকা ইউনিয়ন পরিষদের ক্যাশ রেজিস্টারে লিপিবদ্ধ না করে এবং পরিষদের ব্যাংক হিসাবে জমা প্রদান না করে তা আত্মসাৎ করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদে ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য চুক্তিভিত্তিক কর্মচারী বিমল চন্দ্র দাস থাকার পরেও তাঁকে দায়িত্ব না দিয়ে চেয়ারম্যান মো. আব্দুর রহিম তাঁর মনোনীত ৯জন ব্যক্তির মাধ্যমে ৯ লাখ ১ হাজার ১৮৯ টাকা আদায় করেন। যা ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিলে জমা না করে আত্মসাৎ করেন। এতে তিনি দন্ডবিধির ৪০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) অপরাধ করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, দুদক কোন সহযোগিতা চাইলে প্রশাসনিকভাবে সকল প্রকার সহযোগিতা করা হবে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও