চিরিরবন্দরের শিক্ষাপ্রতিষ্ঠান এবং কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 

জুলাই ০৪ ২০২৫, ০০:৪৬

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধিদিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনায় তাল ও নারিকেল গাছের চারা এবং কৃষকদের মাঝে হাইব্রিড মরিচ, সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

গতকাল ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের নারিকেলের চারা করা হয়েছে। এর ফলে আপনারা যেমন লাভবান হবেন, তেমনি দেশে নারিকেলের উৎপাদনও বৃদ্ধি পাবে। এতে করে দেশের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। তবে এসব চারা রোপণ করলেই হবে না, গাছের যত্নও নিতে হবে। মাঠ প্রশাসনে যারা কাজ করেন তাদেরকে এসব তদারকি করারও নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমি আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা এ কে এম আসাদুজ্জামান, লাবনী আক্তার, ফয়েজ হাসান, মো. আজিজুল হক, মোঃ মিনহাজুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রান্তিক কৃষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও