রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় মানুষের ঢল

নভেম্বর ০৩ ২০২৫, ১৭:৪৩

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী ও জনতার ঢল নামে। ২ নভেম্বর রবিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া এলাকায় এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে।

এ সময় অন্তত ২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি মহাসড়কের বলাইখা থেকে ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে বিসমিল্লাহ আড়তে গিয়ে শেষ হয়। এ সময় শোভাযাত্রার নেতৃত্ব দেন- রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক বাবুল হাসান, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, কাঞ্চন পৌর যুবদলের আহ্বায়ক মফিকুল ইসলাম খান, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম ইমন, কামাল হোসেন, ওমর হোসেন, অপু, আরিফুল ইসলাম সহ আরো অনেকে।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন – রূপগঞ্জের সর্বস্তরের মানুষ আগামী সংসদ নির্বাচনে বিএনপির নির্বাহী কমিটি সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। তিনি নির্বাচিত হলে রূপগঞ্জের উন্নয়ন হবে। তাছাড়া রূপগঞ্জের সর্বস্তরের মানুষের সাথে দিপু ভুঁইয়ার পরিচিতি রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও