বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপগঞ্জে মিলাদ ও দোয়া
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার গোলাকান্দাইলস্থ কাচারী বাড়িতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য শরিফ আহম্মেদ টুটুল, নাসির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিলেও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে থাকবেন আজীবন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ আবারো বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের পরিবেশ ফিরে আসছে। সকল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশের সকল কবরবাসীর জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ও উপস্থিত ছিলেন। বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানানো হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।













