উত্তরায় সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

সেপ্টেম্বর ২২ ২০১৯, ১৫:২৪

Spread the love
নিজস্ব প্রতিনিধিঃরাজধানীর উত্তরায় শুরু হয়েছে উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান।রোববার বেলা সাড়ে ১১টায় নর্থ টাওয়ারের সামনে থেকে এ অভিযান শুরু হয়।উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এতে নেতৃত্ব দিচ্ছেন।

সোনারগাঁও জনপদের জমজম টাওয়ার থেকে গরিবে নেওয়াজ অ্যাভিনিউ হয়ে ৭নং সেক্টর ব্রিজসংলগ্ন এলাকায় উচ্ছেদ পরিচালিত হয়।এ সময় ১৩নং সেক্টরের ফুটপাতের ওপর নির্মিত নান্না বিরিয়ানির দোকানসহ শতাধিক টঙ দোকান গুঁড়িয়ে দেয়া হয়।

এ সময় কাজে বাধা দিতে এলে বিপুল চন্দ্র দাস (৩৫) নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার যুগান্তরকে জানান, ফুটপাতের ওপর নির্মিত বিভিন্ন ভাসমান দোকান, টঙ দোকান এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

তিনি বলেন, কোনো অবস্থাতেই ফুটপাতে দোকান বা অবৈধ স্থাপনা রাখা যাবে না। উত্তরার ফুটপাত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

জানতে চাইলে উত্তর সিটির ১নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান জানান, আজ থেকে কোনো অবস্থাতেই আর কোথাও ফুটপাতে বসতে দেয়া হবে না। তিনি এ বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও