বিতর্কিত ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছাত্রলীগের ২১ কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি

ডিসেম্বর ১৮ ২০১৯, ২৩:৫৯

Spread the love
আগমনী ডেস্কঃ বিতর্কিত ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ছাত্রলীগের ২১ কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে এবং ১১ জনকে নিজেদের  অব্যাহতি আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেয়া হয়।

গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা অব্যাহতি পাওয়া নেতারা হলেন- সহসভাপতি : তানজিল ভুঁইয়া তানভির, আরেফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান খান, বরকত হোসেন হাওলাদার, শাহরিয়ার কবির বিদ্যুৎ, সাদিক খান, সোহানী হাসান তিথী, মুনমুন নাহার বৈশাখী, আবু সাঈদ (সাস্ট), রুহুল আমিন, রাকিব উদ্দিন, সোহেল রানা, ইসমাইল হোসেন তপু; দফতর সম্পাদক : আহসান হাবীব; ধর্ম সম্পাদক : তাজউদ্দীন; উপদফতর সম্পাদক : মমিন শাহরিয়ার, মাহমুদ আবদুল্লাহ বিন মুন্সী; উপসাংস্কৃতিক সম্পাদক : বিএম লিপি আক্তার, আফরিন লাবণী; সহ-সম্পাদক : সামিয়া সরকার, রনি চৌধুরী।

    আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন- সহসভাপতি : এসএম তৌফিকুল হাসান সাগর, আমিনুল ইসলাম বুলবুল, বিএম শাহরিয়ার হাসান, হাফিজুর রহমান, এসএম হাসান আতিক; স্বাস্থ্য সম্পাদক : শাহারিয়ার ফেরদৌস; উপস্বাস্থ্য সম্পাদক : রাতুল সিকদার, শাফিউল সাজিব; উপপ্রচার সম্পাদক : সিজাদ আরেফিন শাওন; উপপাঠাগার সম্পাদক : রুশী চৌধুরী; সহসম্পাদক আঞ্জুমানারা অনু।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও