জনগণকে নিয়েই এ সরকারকে বাধ্য করা হবে নিরপেক্ষ নির্বাচন দিতেঃমির্জা ফখরুল

ডিসেম্বর ২৬ ২০২০, ২০:০০

Spread the love

আগমনী ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,’জনগণকে সাথে নিয়েই এ সরকারকে বাধ্য করা হবে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে।নির্বাচনে যাওয়ার অর্থ জনগণের কাছাকাছি গিয়ে কথা বলা। নির্বাচনে বিএনপি যাচ্ছে শুধুমাত্র গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার্থে।’

শনিবার সকালে (২৬ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ে নিজ বাসবভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এসময় জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

চলমান পৌরসভা নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যতদিন আছে ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে, কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাবো। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। নির্বাচনে যাওয়ার অর্থ জনগনের কাছাকাছি গিয়ে কথা বলা। আমরা বিশ্বাস করি এইভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। তারা এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে চলেছে।’

আগামী ৩০ ডিসেম্বর বিএনপি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও