কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় গড়ে উঠেছে শাহরিনা সুলতানা তৃতীয় লিঙ্গ স্কুল এন্ড কলেজ

জানুয়ারি ২৩ ২০২১, ১৪:১৯

Spread the love

আতিকুল ইসলাম সুফল,পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃকিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মানুল্লারচরে  প্রতিষ্টিত হয়েছে শাহরিনা সুলতানা তৃতীয় লিঙ্গ(হিজরা) স্কুল এন্ড কলেজ। শাহরিনা সুলতানা তৃতীয় লিঙ্গ স্কুল এন্ড কলেজটি প্রতিষ্টিত করা হয় ২০১৯ সালে। এখানে হিজড়াদের সু শিক্ষায় শিক্ষিত করা হয়। অবহেলা অনাদরে পরে থাকতে হয়না তাদের।

তথাকথিত তৃতীয় লিঙ্গদের মেইনস্ট্রীমিং করার ব্যাপারে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণের নায়কোচিত ভূমিকাকে স্বাগত জানিয়েছে সকল জনসাধারণ। স্কুলের মাঝে হিজড়া তৃতীয় লিঙ্গদের লেখা পড়া শিখানো হয়। এখন বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, হিজড়া বা তৃতীয় লিঙ্গরা নানা পেশায় কাজ করছে। সে দিনও দেখলাম বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গ ডাক্তার।

শাহরিনা সুলতানা তৃতীয় লিঙ্গ স্কুল এন্ড কলেজের মাধ্যমে তাদের লিঙ্গ শরীয়াভাবে নির্ধারণ করে তদনুযায়ী জীবনযাপনে অভ্যস্ত করে তোলা হবে ও পিতামাতার সম্পত্তিতে উত্তরাধিকার পাবার ব্যাপারে সাহায্য করা হবে বলে আশা করা যায়।বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি আশা করি যাহাতে স্কুলটি সঠিক ও সুন্দর ভাবে চালানো যায়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও