মাগুরায় হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশেন’র উদ্যোগে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

জানুয়ারি ২৩ ২০২১, ২৩:৩১

Spread the love

বিজয় বিশ্বাস,মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার খামারপাড়া আলিম মাদ্রাসা সংলগ্ন হঠাৎ পাড়াস্থ তরুন যুবসমাজের সহযোগিতায় আন্ত-উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ অনু্ষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মির্জা মিজানুর রহমান নওরোজ এর সভাপতিত্বে ও হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম টোকনের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ইয়াছিন কবির।
টুর্নামেন্টর উদ্বোধন করেন শ্রীপুর থানা ইনচার্জ মোঃ আলি আহমেদ মাসুদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবু আনসার নাজাত আশা, সব্দালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান মিল্টন, হিউম্যান রাইটসের শ্রীপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক মিরাজ আহমেদ।
মামুনুর রহমানের খেলা পরিচালনা ও আসিফ হোসেনের সঞ্চালনায় ১৬ টি দলের অংশ গ্রহনে নক আউট পদ্ধতিতে ২ টি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনাল খেলায় সাচিলাপুর ইউনিয়ন টিমের সুজন-মাহমুদ কে প্রতিযোগিতার মাধ্যমে পরাজিত করে শ্রীকোল ইউনিয়ন টিমের শাহরিয়ার-মিরাজ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী দলের মাঝে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক ও আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জুয়েল। শুরু থেকেই তুমুল প্রতিদ্বন্দিতা মূলক এ ব্যাডমিন্টন খেলা দেখতে মাগুরা-শ্রীপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষেরা গভীর রাত জেগে মনোমুগ্ধকর এ ব্যাডমিন্টন খেলা উপভোগ করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও