কুলিয়ারচরে “আয়েশা রাজ্জাক ফাউন্ডেশন”মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে

ফেব্রুয়ারি ০১ ২০২১, ১৯:৩৫

Spread the love

এম জয় ই জসীম কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি,  কিশোরগঞ্জঃ” শিক্ষাই মুক্তি সুস্বাস্থ্যে শান্তি” এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশিস্থ “আয়েশা রাজ্জাক ফাউন্ডেশন” কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৬ তম “ফাউন্ডেশন বৃত্তি” ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার ছয়সূতী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়েশা রাজ্জাক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফাউন্ডেশন বৃত্তি প্রদান অনুষ্ঠানে ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবির আহম্মদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোস্তাক আহম্মদ মঞ্জু, ছয়সূতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া, কুলিয়ারচর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলে এলাহী, ড. জিল্লুর রহমান, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু পিযুষ কান্তি ঘোষ, মো. মিজানুর রহমান ফারুক, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসাদ ছয়সূতী’র সাবেক সাধারণ সম্পাদক ফয়সল আলম প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য মুহাম্মদ মাহবুব আলম।

অনুষ্ঠানে ছয়সূতী ইউনিয়নের ১২ টি বিদ্যালয়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী ৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণের পাশাপাশি বৃত্তি (নগদ অর্থ) প্রদান করা হয়।

২০০৫ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান “আয়েশা রাজ্জাক ফাউন্ডেশন” শুরু থেকেই শিক্ষা বৃত্তি ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি কোভিড-১৯ মহামারিতে ত্রাণসামগ্রী বিতরণ করে এলাকায় সুনাম অর্জন করায় ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও