মানিকগঞ্জের শিবালয়ে ভেজাল গুর তৈরীর দায়ে ২ অসাধু ব্যক্তিকে জরিমান

ফেব্রুয়ারি ০১ ২০২১, ২১:৫৬

Spread the love

আমজাদ হোসেন জয়,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ গ্রামে গুড় তৈরীতে ভেজাল মিশ্রণের দায়ে ২ অসাধু ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

০১ ফেব্রুয়ারী ২০২১(সোমবার) সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জনাব আসাদুজ্জামান রুমেল ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন এ বিষয়ে বলেন, শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ গ্রামে গুড়ে ভেজাল মিশ্রণের অপরাধে রাজশাহী থেকে আগত মৌসুমি ব্যবসায়ী মশগুল কে ২০০০ টাকা এবং ভেজালকারীর স্থানীয় পৃষ্ঠপোষক গুড়ের ব্যাপারী বিল্লাল কাজীকে ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং ভেজাল গুড় তৈরি বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

আসাদুজ্জামান রুমেল আরও বলেন,ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ নজরুল ইসলাম ও মানিকগঞ্জ জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও