নওগাঁ জেলার সাপাহারে শিক্ষার আলো ফাউন্ডেশনের কম্বল বিতরণ

ফেব্রুয়ারি ০৬ ২০২১, ২০:৫৬

Spread the love
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার সাপাহারে অনলাইন ভিত্তিক সেবা মূলক সংগঠন “শিক্ষার আলো ফাউন্ডেশন” এর উদ্যোগে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।৬ ফেব্রুয়ারী শনিবার সকালে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত সাপাহার প্রেস ক্লাবে সংগঠনটির ফেসবুক গ্রুপের মডারেটর সাংবাদিক সোহেল চৌধুরী রানার সভাপতিত্বে  দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এসময় প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক ছাদেক উদ্দীন, রিপোর্টার্স ফোরাম সভাপতি সাংবাদিক হাফিজুল হক উপস্থিত ছিলেন।
অপরদিকে বিভিন্ন সময়ে সংগঠনটির পক্ষে বামনসাতা, কর্নপুর মহাদেবপুরে রকিবুল হাসান জনি, মৌনম, মান্দায় এস এম সাব্বির, তিলনা ইউনিয়নে মোঃ মুক্তাদুল কবির, পাহারপুর, মহাদেবপুর আলমগীর কবির নাহিদ, মহাদেবপুর মাহবুব আলম, মৌনম, মান্দায় আল-আমিন হোসেন, দিঘির হাট, সাপাহার রহমাতুল্লাহ আকাশ, পত্নীতলার দিবরে ইসরাত জাহান হিরা, বগুড়ায় শাব্বির আহমেদ, সাহাজানপুর, বগুড়া আলিফা আকতার বিপা, রহিমাপুর আহসান হাবিব, রাজশাহী আব্দুস সোবহান, দেউলিয়া, পোরশা মতিউর রহমান, মান্দায় আফরুজা এঞ্জেল আসা সহ বিভিন্ন এলাকার সকল মোডারেটরগন দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১৪০ টি কম্বল বিতরণ করেন।
এসময় বিভিন্ন স্থানে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সাব্বির আহমেদ, সহ-সভাপতি রকিবুল হাসান, আলমগীর কবির নাহিদ, মতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
জানাযায় মালেশিয়ায় কর্মরত প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ মুক্তাদুল কবির নাহিদ, বাংলাদেশ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট রাজশাহীতে অধ্যায়নরত মোঃ রকিবুল হাসান জনি, রাজশাহী রেলওয়েতে কর্মরত এস এম সাব্বির আহমেদ  প্রধান উদ্যোক্তা হিসেবে ২০২০ সালের ৩ আগস্ট অনলাইন ভিত্তিক সেবা মূলক সংগঠন “শিক্ষার আলো ফাউন্ডেশন ” নামে পথচলা শুরু করেন।
যার সেবা সমূহের মধ্যে রয়েছে ছিন্নমূল মানুষের মাঝে সহযোগিতা করা, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তদান, মাদকমুক্ত সমাজ গড়া, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বৃক্ষ রোপণ কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত।
সংগঠনের সভাপতি প্রধান উদ্যোক্তা প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ মুক্তাদুল কবির  জানান, আমাদের মূল উদ্দেশ্য, আমরা অনেক সময় দেখি অসহায় মানুষগুলো অর্থের অভাবে তাদের সামান্য প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে পারেনা, এতে অনেক কষ্টে পড়তে হয় এই মানুষগুলোকে, যার জন্য আমরা এসব মানুষের কষ্ট লাগবে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছি। সামনে আমাদের এধরনের আরও উদ্যোগী পরিকল্পলা আছে। এতে করে আমরা যেন ভালোভাবে উদ্যোগগুলো সফল করতে পারি সেইলক্ষে সকলের সার্বিক সহযোগীতায় কামনা করছি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও