রায়পুর পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী জিলানীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফেব্রুয়ারি ০৬ ২০২১, ২১:১৩

Spread the love
মোঃশরীফ হোসেন,লক্ষীপুর প্রতিনিধিঃ আগামী ২৮শে ফেব্রুয়ারি পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরগরম এখন রায়পুর।প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারনায় মুখর প্রতিটি চায়ের টেবিল।আর এ নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী জনাব এবিএম জিলানী।
আজ শনিবার অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী।তিনি বিগত সময়ে মেয়র অবস্থায় বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।পাশাপাশি নির্বাচিত হলে পৌর কর সহনীয় করাসহ, ড্রেনেজ ব্যবস্থা,পৌর লাইটিং ব্যবস্থার উন্নতি করবেন বলে প্রতিশ্রুতি দেন।ডাকাতিয়া নদীকে দখল মুক্ত করে বিনোদন কেন্দ্র স্থাপন,মাছ ও তরকারি বাজার আলাদাকরন এবং ইসলামি শিক্ষার প্রসারে কাজ করবেন বলে জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৩নং চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম লিটন সহ বিভিন্ন প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র প্রার্থী এবিএম জিলানী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।তিনি প্রত্যাশা করেন অভ্যন্তরীণ দলীয় কোন্দল মিটিয়ে বিএনপি বর্তমানে সুসংগঠিত। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।তিনি নির্বাচনের শেষ সময় পর্যন্ত মাঠে থাকার ঘোষনা দিয়ে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহবান জানান।একই সাথে সাংবাদিকদের কে তাদের লিখনীর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করতে অনুরোধ করেন।
উল্যেখ্য আগামী ২৮শে ফেব্রুয়ারি পৌরনির্বাচনে ৭জন মেয়র প্রার্থী অংশগ্রহন করবেন।বিদ্রোহী প্রার্থী না থাকলেও বিএনপির নেতৃত্রাধীন চার দলীয় জোটের শরিক জামায়াত ইসলামির প্রার্থী অধ্যাপক মনির স্বতন্ত্র হিসেবে মনোনয়ন কিনেছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও