উদ্বোধনী দিনেই রংপুরে টিকা নিলেন সিটি মেয়র, ডিসি ও সিভিল সার্জনসহ ৫ জন

ফেব্রুয়ারি ০৭ ২০২১, ২৩:৪৮

Spread the love

এম হামিদুর রহমান লিমন, ব্যাুরো প্রতিনিধিঃ
রংপুরে সিটি মেয়র, জেলা প্রশাসক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, মেডিক্যাল কলেজ অধ্যক্ষ, সিভিল
সার্জন কে সকাল সাড়ে দশটায় টিকা প্রদানের মাধ্যমে রংপুরে শুরু হয় বহুল আকাংখিত ভ্যাক্সিনেশন
কার্যক্রম।

এছাড়াও মহানগরী ক্যান্টনমেন্ট সহ জেলার ১৭ টি বুথে ১ হাজার ৭০০ জনকে প্রথম দিন দেয়া
হবে করোনার ভ্যাকসিন। রোববার সকাল সাড়ে দশটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং
হোস্টেলের অস্থায়ী করোনা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারের ৮টি বুথে সিটি করপোরেশন এবং
সদর উপজেলাবাসির জন্য করা ৮টি বুথে প্রথম করোনার ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন হয়। শুরুতেই রংপুর
সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ডিসি আসিব আহসান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.
আহাদ আলী, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নূরুন্নবী লাইজু ও সিভিল সার্জন ডা. হিরম্ব
কুমার রায় টিকা গ্রহণ করেন।

জানা যায়, ওই আটটি বুথ ছাড়াও রংপুর ক্যান্টনমেন্টে ২ টি বুথ এবং বাকি সাত উপজেলায় ৭টি করে
মোট ১৭ টি বুথ করা হয়েছে। এদিকে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোর থেকে শীতাতপ
নিয়ন্ত্রিত এ্যম্বুলেন্স যোগে ২ লাখ ৪ হাজার ডোজ করোনার টিকা পৌঁছে দেয়া হয়। এরমধ্যে রংপুর
মহানগর এবং সদর উপজেলার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং হোস্টেলের ৮ টি বুথ তৈরি করা
হয়েছে সেখানে পৌঁছানো হয়েছে ৬৫০৫ টি ভায়ালে ৬৫ হাজার ৫০ টি ডোজ। এছাড়াও বাকী ৭
উপজেলায় একটি করে বুথ বসানো হয়েছে। এরমধ্যে বদরগঞ্জে ১ হাজার ৮৪৯ টি ভায়ালে ১৮ হাজার ৪৯০
ডোজ, গঙ্গাচড়ায় ১ হাজার ৯১৪ টি ভায়ালে ১৯ হাজার ১৪০ ডোজ, তারাগঞ্জে ৯১৬টি ভায়ালে ৯ হাজার
১৬০ ডোজ, কাউনিয়ায় ১ হাজার ৪৬৪ ভায়ালে ১৪ হাজার ৬৪০ ডোজ, পীরগাছায় ২ হাজার ১৩ টি ভায়ালে
২০ হাজার ১৩০ ডোজ, মিঠাপুকুরে ৩ হাজার ২১৪ টি ভায়ালে ৩২ হাজার ১৪০ ডোজ এবং পীরগঞ্জে ২
হাজার ৪৭৭ টি ভায়ালে ২৪ হাজার ৭৭০ পি টিকার ডোজ পৌঁছানো হয়েছে।
এছাড়াও রংপুর বিভাগের আট জেলার ৫৮ উপজেলায় মোট ৬ লাখ ডোজ টিকা পৌছানো হয়েছে বলে
জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী। বিভাগে মোট ৬৭ টি বুথে এই কার্যক্রম
শুরু হয়েছে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও