চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীর মৃত্যু

ফেব্রুয়ারি ০৮ ২০২১, ১৮:৪২

Spread the love

আগমনী ডেস্কঃ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের অন্তত ৩০ যাত্রী।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মৌতাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারী হলেন- শাহরাস্তির নাওড়া এলাকার বিভা রানী ভৌমিক (৬১) ও কুমিল্লার নিমসার এলাকার গীতা রানী ভৌমিক (৬২)। তাঁরা সম্পর্কে বেয়াইন। বিভা রানী নাওড়া গ্রামের রণজিৎ চন্দ্র দাসের স্ত্রী ও গীতা রানী কুমিল্লার চান্দিনা উপজেলার নিমসার এলাকার মৃত সুবল চন্দ্রের স্ত্রী।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে সময়ের কন্ঠস্বরকে বলেন, কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মৌতাবাড়ি এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। এ ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের অন্তত ৩০ যাত্রী।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মৌতাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারী হলেন- শাহরাস্তির নাওড়া এলাকার বিভা রানী ভৌমিক (৬১) ও কুমিল্লার নিমসার এলাকার গীতা রানী ভৌমিক (৬২)। তাঁরা সম্পর্কে বেয়াইন। বিভা রানী নাওড়া গ্রামের রণজিৎ চন্দ্র দাসের স্ত্রী ও গীতা রানী কুমিল্লার চান্দিনা উপজেলার নিমসার এলাকার মৃত সুবল চন্দ্রের স্ত্রী।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে সময়ের কন্ঠস্বরকে বলেন, কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মৌতাবাড়ি এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। এ ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও