দুর্ঘটনায় ৬ জেলায় ঝরলো শিশুসহ ১৬ প্রাণ

এপ্রিল ১৫ ২০১৮, ২৩:৫২

Spread the love

 

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন  জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. পারভেজ হোসেন জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়। বাকীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার কুসরপাড়ায় বাসচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- পোরশা উপজেলার বোড়াকুড়ি গ্রামের মো. রানার স্ত্রী হিরা বেগম, উপজেলার কসনা গ্রামের আব্দুস সালাম (৫০) এবং একই গ্রামের মোসলেমের ছেলে আশরাফুল ইসলাম (৪২)।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে  জানান, ঘটনাস্থলে ২ জন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়।

অপরদিকে, দুপুরে পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে মাছ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় রমজান আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ জন। রোববার সকালে উপজেলার আগরপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অটোরিকশা চালক লালন মিয়া (৩৫) এবং যাত্রী শাহীন

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বাংলানিউজকে জানান, অটোরিকশা ও ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে, পাকুন্দিয়া উপজেলায় বাসের চাপায় সাবিহা ইসলাম (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাবিহা ইসলাম (৫) উপজেলার বাহাদিয়া গ্রামের শরীফুল ইসলামের মেয়ে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় এক্সকাভেটর মেশিন চাপায় আবদুল্লাহ (১৩ মাস) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপদোন গ্রামে বেড়িবাঁধের উপরে এ ঘটনা ঘটে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহম্মেদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় মিন্টু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মিন্টু মিয়া জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি  নিশ্চিত করেন।

মাগুরা: মাগুরা পৌরসভার ইছাখাদা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় শমসের মোল্লা (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই)  এ তথ্য নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও