রামগড়ে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে গুরুতর আহত ৫

ফেব্রুয়ারি ২২ ২০২১, ০৯:২৮

Spread the love

সাইফুল ইসলাম ,রামগড় উপজেলা প্রতিনিধিঃ ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় রেঞ্জ অফিসের সামনে আজ সন্ধ্যা ছয়টায় পাথর বোঝাই ট্রাক ( যশোর-ট ১১২২০৫) এর সাথে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহত ব্যক্তিরা হলেন গার্ডের দোকান জামে মসজিদের ইমাম ও রামগড় নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা শামসুদ্দিন পিতা আমিনুল হক, নাকাপার মোঃ সুন্দর আলীর পুত্র মোহাম্মদ শহীদ ,একই এলাকার নুরুল ইসলামের পুত্র অটোরিকশাচালক মোহাম্মদ শহীদ ,রামগড়ের খাগড়াবিলের চৌধুরী মিয়ার পুত্র মোঃ নুরুল আমিন ও তার কন্যা রাজিয়া সুলতানা।

গুরুতর আহত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মাওলানা শামসুদ্দিন, নুরুল আমিন ও রাজিয়া সুলতানা কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।

রামগড় থানা সূত্রে জানা যায়,
ট্রাকের চালক ও সহকারি পলাতক আছে তবে ট্রাক ও অটোরিকশা থানা হেফাজতে রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও