দিনাজপুরের কাহারোলে কয়েকটি কুকুরের কামড়ে মারা গেল তৃতীয় শ্রেনীর ছাত্র

মার্চ ০২ ২০২১, ১৪:৩০

Spread the love

এনামুল মবিন(সবুজ) দিনাজপুরঃ দিনাজপুর কাহারোলে একদল কুকুরের কামড়ে ক্ষত-বিক্ষত করে ৩য় শ্রেনীর ছাত্র হৃদয় চন্দ্র শীল (১০) এক শিশু ছাত্রকে মেরে ফেলেছে কুকুর দল। কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া শীলপাড়া গ্রামের তার বাড়ী।
গতকাল সোমবার (১ মার্চ)সন্ধ্যা সাড়ে ৬ টার সময় কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া মামির মোড়ে এই ঘটনা ঘটে। জানা যায়, মাঠে কাজ করে শিশু হৃদয় শীল বাড়ী ফিরছিল। এ সময় ৫/৬ টি কুকুর দল বেঁধে তার উপর হামলা চালায়। কুকুর গুলো তার শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকে। এক পর্যায় কামড়ে তার গলার রগ ছিড়ে ফেলে সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলে।
এ সময় এলাকার লোকজন দেখতে পেয়ে শিশু হৃদয় শীলকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। রাস্তায় প্রচুর রক্ত ক্ষরণ হয়। হাসাপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাবাসুম তাজরুবা তাকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলী ও ৩নং মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফারুক। শিশুটি মৃত্যুতে তারা শোক প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও