বিডি ক্লিন মানিকগঞ্জ টিমের ২য় পরিচ্ছন্নতা অভিযান মানিকগঞ্জ (গভঃ) দেবেন্দ্র কলেজে

মার্চ ০৬ ২০২১, ০৯:৩৫

Spread the love

আমজাদ হোসেনঃ পরিস্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিডি ক্লিন পরিবার দেশে কাজ করছে ২০১৬ সাল থেকে।বাংলাদেশের প্রায় ৫৮ টি জেলায় বিডি ক্লিন পরিবার প্রায় ২৬০০০ হাজার সেচ্ছাসেবী সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
সেই ধারাবাহিকতা বজায় রেখে ঢাকার পার্শবর্তী ( মানিকগঞ্জ ) জেলার এক ঝাক তরুন তরুনীরা বিডি ক্লিন পরিবারের সাথে একাত্বতা প্রকাশ করেছিল বেশ কিছুদিন আগেই।বিডি ক্লিন মানিকগঞ্জ সদর টিম গত ২৬ ফেব্রুয়ারী(শুক্রবার ২০২১) আনুষ্ঠানিক ভাবে বিডি ক্লিন পরিবারের নিয়ম অনুযায়ী ১ম পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে বিডি ক্লিন পরিবারের সাথে যুক্ত হয়েছে।

সেই ধারবাহিকতা বজায় রেখে বিডি ক্লিন মানিকগঞ্জ সদর টিম ০৫ মার্চ ২০২১(শুক্রবার) তাদের ২য় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শহীদ মিনার,কলেজে অবস্থিত রনদা প্রসাদ সাহা চত্বর সহ আশে পাশের স্থান।
আয়োজিত ইভেন্টে শপথ বাক্য পাঠ করান সরকারি দেবেন্দ্র কলেজের প্রভাষক জনাব মিজান স্যার।

পরিচ্ছন্নতা ইভেন্টে সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেনঃ-সিনিয়র রোভার লিডার ও মানিকগঞ্জ কালেক্টর স্কুলের শিক্ষক রাজীব,খন্দকার স্বর্না,মোঃ দিপু,তানজিলা ইসলাম,রাফি ইসলাম,আবিব হাসান,কামরুল ইসলাম,নাহার ইসলাম,মরিয়ম আক্তার,ফরিদ মিয়া,সিজান,সাইদুজ্জামান,ফজলে রাব্বি,শফিক আহমেদ,উজ্জ্বল হোসেন,রতন ইসলাম,রাজ্জাক হোসেন,শরিফ হোসেন,সাকিব আহমেদ জনি,সাজ্জাদ হোসেন,তোফাজ্জল হোসেন সহ আরও অনেকে।

ইভেন্ট উপস্থিত সেচ্ছাসেবীরা বলেন-গাড়ি আমার বাড়ি আমার, রাখছি পরিষ্কার।নোংরা করছি দেশের মাটি,দেশটা তবে কার?এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার।
আরও বলেন সকলেই এগিয়ে আসুন, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। আজ থেকেই প্রতিজ্ঞা করুন “একটি ময়লাও যত্রতত্র নয়।” যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার সহ সকলকে সচেতন করতেই BD Clean তারুণ্য দেশব্যাপী কাজ করছে মাঠ পর্যায়ে। সপ্তাহে একদিন ধারাবাহিকভাবে পরিষ্কার করে চলেছে সারাদেশের কোনা থেকে কোনা পর্যন্ত। যার ফলে BD Clean এর “পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন” এখন সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে।একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত মানিকগঞ্জ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিডি ক্লিন মানিকগঞ্জের একদল স্বপ্নবাজ তরুণ তরুনী পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতেও চালিয়ে যাবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও