বি-বাড়িয়া রেলস্টেশনে মাদ্রাসাছাত্রদের তাণ্ডবের কারণে ট্রেন চলাচল ৮ ঘণ্টা বন্ধ ছিল

মার্চ ২৯ ২০২১, ১৯:৪৪

Spread the love
আগমনী ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে একদল মাদ্রাসাছাত্রের তাণ্ডবের কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল শুরু হয়েছে।
 ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান জানান, মাদ্রাসা ছাত্ররা স্টেশনে ভাঙচুর অগ্নিসংযোগ করার পর শুক্রবার বিকালে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

রাত ১২টার দিকে ‘মহানগর গোধূলি’ আখাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে; এর মধ্য দিয়ে আবার ট্রেন চলাচল শুরু হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার বিরোধিতায় নেমে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাণ্ডব চলায় একদল মাদ্রাসাছাত্র।

স্টেশনের একটি টিকিট কাউন্টার, কন্ট্রোল প্যানেল ও চেয়ার-টেবিল ভাঙচুর করে রেললাইনের ওপর এনে অগ্নিসংযোগ করা হয়। ফলে শুক্রবার বিকাল ৪টার দিকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও