রামগড়ের বলিপাড়ায় প্রতিবন্ধীর বাড়ি পুড়ে ছাই, উপজেলা চেয়ারম্যানের অনুদান 

এপ্রিল ০৮ ২০২১, ২০:৫৪

Spread the love

সাইফুল ইসলাম, রামগড় উপজেলা প্রতিনিধিঃ রামগড় উপজেলাধীন বলিপাড়ায় একপ্রতিবন্ধীর বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, এলাকার নজির মোল্লার ছোট ছেলে প্রতিবন্ধী মোঃ সুমনের বসত-ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। সে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় হাঁটাচলা করতে পারেনা, কোন রকম অটোরিকশা চালিয়ে তার সংসার চলে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি, তবে রান্নার ঘর থেকে সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে আগুন লাগার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের এসে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আগুনে ঘরের সব কিছুই পুড়ে গেছে।খবর পেয়ে ছুটে আসেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু বিশ্ব প্রদীপ কুমার কারবারি । তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনা দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকার অনুদান প্রদান করেন এবং দ্রুত সময়ের মধ্যে একটি পাকা বাড়ি তৈরি করে দেওয়া আশ্বাস দেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও