চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর(অব.) বীর মুক্তিযোদ্ধা ড. সালেহ উদ্দিনের মৃত্যুতে শোক

আগস্ট ০৭ ২০২১, ১৩:৫৭

Spread the love

চট্টগ্রাম প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন এর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ বরেণ্য শিক্ষাবিদের মৃত্যুর শোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে ওঠতে সক্ষম হন তার জন্য মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য পরম করুণাময় সৃস্টিকর্তার দরবারে দোয়া কামনা করেছেন।

মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য এক শোক বাণীতে বলেন, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী, নির্লোভ- নিরঅহংকারী, সদা হাস্যোজ্জ্বল সর্বোপরি একজন গুণী শিক্ষক। জাতির পিতার আদর্শের অকুতোভয় এ সৈনিক দেশের যে কোন প্রগতিশীল আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। নীতি-আদর্শে অবিচল এ প্রথিতযশা শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর, সমাজতত্ত্ব বিভাগের সভাপতি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে দায়িত্ব পালনকালীন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি যে ভূমিকা পালন করেছেন চবি কর্তৃপক্ষ তা চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। প্রগতিশীল আন্দোলনের ধারক-বাহক এ গুণী শিক্ষাবিদের মৃত্যুতে দেশের রাজনীতি ও শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও