কুলিয়ারচরে লক্ষ্মীপুর এল.পি.এল ফুটবল এর ফাইনাল খেলা -২০২১ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১১ ২০২১, ১০:১০

Spread the love

এম জয় ই জসীম, কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি (কিশোরগঞ্জ) : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এল.পি.এল ফুটবল ফাইনাল ম্যাচ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিশিষ্ট সমাজ সেবক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল ম্যাচ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক মো. সাইফুল ইসলাম শরীফ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আবদুল আওয়াল। খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাজিতপুর উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার মো. অকিলুজ্জামান ভূইয়া।

খেলায় অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর ভোরের আলো ফুটবল একাদশ বনাম লক্ষ্মীপুর বসুন্ধরা কিংস ফুটবল একাদশ। লক্ষ্মীপুর ভোরের আলো ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন লাদেন ও লক্ষ্মীপুর বসুন্ধরা কিংস ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন নবী হোসেন। বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত খেলায় ১-০ গোলে লক্ষ্মীপুর বসুন্ধরা কিংস ফুটবল একাদশকে হারিয়ে লক্ষ্মীপুর ভোরের আলো ফুটবল একাদশ জয় লাভ করে।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে একটি ২১ইঞ্চি রঙ্গিন এল.ই.ডি টেলিভিশন তুলে দেন এবং প্রতিদ্বন্দ্বী দলের হাতে একটি ট্রফি তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলী আকবর বেলায়েতী, বিশিষ্ট সমাজ সেবক মো. মোবারক হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. সোহরাব মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাবেদ মিয়া, ডেন্টিস্ট মো. শামীমুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও