১ লা জানুয়ারীতে তেরখাদা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বই বিতরণ

জানুয়ারি ০১ ২০২২, ১৮:৪৯

Spread the love

সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা : ১ লা জানুয়ারী ~ ২০২২ ইং শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগীতায় সমগ্র বাংলাদেশে প্রতি বছরের ন্যায় তেরখাদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীদের মাঝে বছরের প্রথম দিনে শুভ নববর্ষে শিক্ষা ক্ষাতে অগ্রগতির জন্য সরকারী ভাবে বিনামূল্যে বই বিতরণ করা হয় ।

তেরখাদা উপজেলার অদুরে পঞ্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার বাইনের নেতৃত্বে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর প্রায় ১০০ জন ছাত্র/ ছাত্রীদের মাঝে শুভ নববর্ষ ~ ২০২২ উপলক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে সরকারী সহায়তায় বিনামূল্যে নুতন বই বিতরণ করেন তেরখাদা উপজেলার পঞ্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার বাইন ।

তেরখাদা উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের বিনামূল্যে নুতন বই বিতরণ কালে পঞ্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার বাইন ছাত্র/ ছাত্রীদের মাঝে বই বিতরণ করার সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ আহসান হাবিব ( লুনা ) , ভূপতি রন্জ্ঞন পাল , সৈয়দ আলাউদ্দিন , সুবোতোষ সাহা , আব্দুল্লাহ আল কাফী , টিটব কুমার সরকার , শেখ ফারুক আহমেদ , মিসেস রেহানা পারভীন , সনৎ কুমার বিশ্বাস ,অপর্ণা রানী দাস , স্মৃতি কণা বাইন , যোয়েল বৈদ্য , আশুতোষ বাওয়ালী , মোঃ দীন নেওয়াজ , শেখ ফরিদ আহমেদ সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ।

তেরখাদা উপজেলার পঞ্চ পল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার বাইন দৈনিক কলম কথা অনলাইন পত্রিকা ‘দৈনিক আগমনী’র প্রতিনিধি কে জানান , শ্রেণী ভেদে পর্যায় ক্রমে বিনামূল্যে নুতন বই বিতরণ করা হবে ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার বাইন ছাত্র/ ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন , বিদ্যালয়ের ক্লাশ চলা কালীন স্বাস্থ্য বিধি মোতাবেক শ্রেণী কক্ষে পাঠ দান করা হবে ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও