বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন,”শিক্ষার বিকল্প নেই”

জুলাই ০১ ২০২২, ১৮:১১

Spread the love

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, শিক্ষার বিকল্প নেই। শিক্ষা ছাড়া জাতি উন্নতি করতে পারে না। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে এগিয়ে নিতে হলে প্রত্যেককেই শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ভালো ফলাফল অর্জন করতে হবে।

গতকাল ১ জুলাই শুক্রবার ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির সদস্যরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করার সময় তিনি এ কথাগুলো বলেন। রূপসীস্থ গাজী ভবনে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কলেজ পরিচালনা কমিটির সদস্য শীলা রাণী পাল, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, হাজী মোঃ মনির হোসেন, শামীমা সুলতানা উমা, শিক্ষক প্রতিনিধি মিরাজ হোসেন ও আশরাফুল আলম প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও